বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খাগড়াছড়ির রামগড় পৌরসভাধীন তৈচালাপাড়া রামগড় সড়কে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মা ও শিশু সন্তান সহ ২ জন নিহত এবং ৪ জন আহত হয়েছে।
আহতরা হলেন, তানবির (৭) পিতা সালে আহাম্মদ পাতাছড়া রামগড়, রোশনা বেগম (৬০) স্বামী তৈয়ব আলী আধাঁর মানিক ফটিকছড়ি, আজিজ উল্যাহ (১৭) পিতা নুর নবী নাকাপা রামগড় ও মমতাজ বেগম (৬০) হোসেনপুর কুমিল্লা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রবিবার সন্ধ্যা ৬টার দিকে জালিয়াপাড়া গামী অবৈধ বালু বাহী একটি ট্রাকের সাথে রামগড় গামী রনি-সাকিব এক্সপ্রেস নামে সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তাছলিমা আক্তার (২৭) স্বামী সালে আহাম্মদ পাতাছড়া ও তাদের শিশু কন্যা তানহা (১) ঘটনাস্থলে নিহত হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথ সহযোগীতায় লাশ ও আহতদের উদ্ধার করে রামগড় হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনার পরপর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান। ট্রাক ড্রাইভারের নাম রাহুল বলে জানা গেছে ।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাকিব জানান, গুরুতর আহত ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রামগড় থানা ওসি মোহাম্মদ সামসুজ্জামান জানান, আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। মামলার প্রস্তুতি চলছে। ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।