প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আর কয়েক ঘণ্টা পরই বসতে যাচ্ছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক ও আকর্ষণীয়, অস্কার পুরস্কার প্রদানের ৯৪তম আসর। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বাংলাদেশ সময় ২৮ মার্চ ভোর রাতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। কিন্তু অস্কারের অনুষ্ঠান মানেই তো এলাহি কারবার। জমকালো আয়োজনের পাশাপাশি থাকে জম্পেশ খাবারের আয়োজন। এবছরেও তার ব্যতিক্রম নয়।
গত ২৮ বছর ধরেই অস্কার আসরে অংশ নেওয়া অতিথিদের রান্নার জাদুতে মুগ্ধ করে আসছেন শেফ ওল্ফগ্যাং পাক। এই প্রথমবারের মতো ওল্ফগ্যাং পাকের দলে যোগ দিচ্ছেন নিউ ইয়র্ক কেন্দ্রিক শেফ দল ঘেটো-গ্যাস্ট্রো। নামজাদা সব চলচ্চিত্র ব্যক্তিরা পেট পুরে খাবেন তাদের রান্না করা মজার সব খাবার।
জানা গেছে, এবারের খাবার মেন্যুতে নতুনত্ব রাখা হয়েছে। তবে নতুন নানা পদের পাশাপাশি থাকছে স্মোকড স্যামন ফিশে, স্পাইসি টুনা কোন, ফ্রাইড চিকেন, স্পাইসি সোভেরেইন সিরাপের সঙ্গে ওয়াফেল, কর্নব্রেড দিয়ে কাঁকড়া ও ক্যাভিয়ার, ক্রিসপি কোকোনাট রাইস-এর মতো জনপ্রিয় অনেক খাবার।
এখানেই শেষ নয়, যোগ হচ্ছে মজার সব পানীয়। অতিথিদের জন্য রাখা হবে স্যাম্পেইন ফেউর দি মিরাভ্যাল, লিমিটেড এডিশনের ফ্রান্সিস ফোর্ড কোপলা ওয়াইন ও টাকিলা ডন জুলিও। ডেজার্টের তালিকায় আছে, চকলেট সি সল্ট অস্কার একলেয়ার, গ্রেপ ফ্রুট পান্না কোটা, ম্যাকারনসহ আরো অনেক কিছু।
এবারের অস্কার অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে যুক্তরাষ্ট্রের এবিসি চ্যানেলে। বাংলাদেশের দর্শকরা অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারবেন স্টার ওয়ার্ল্ড ও স্টার মুভিজ চ্যানেলে। এ ছাড়া হটস্টারেও সরাসরি দেখানো হবে। অনুষ্ঠান চলাকালে বিজয়ীদের নাম জানানো হবে টুইটারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।