Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নান্দাইলে মাদরাসা ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২২, ২:২৩ পিএম

ময়মনসিংহের নান্দাইলে নিজ ঘর থেকে রক্তাক্ত অবস্থায় মাহফুজুর রহমান সাজিদ (১৬) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ১০টায় নিহতের নিজ বাড়ি থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

নিহত মাহফুজুর রহমান সাজিদ উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের রহিমপুর গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছেলে। সে একটি মাদরাসায় হেফজ বিভাগের পড়াশোনা করতে। এঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাজিদ মিয়ার বাবা শাহাব উদ্দিন মারা যাওয়ার পর থেকে মা ইয়াসমিন আক্তার ও বড় ভাই রবিউল আউয়াল শুভ একসঙ্গে নিজ বাড়িতে বসবাস করতেন। গতকাল সাজিদের মা ও ভাই পার্শ্ববর্তী বাকচান্দা গ্রামে বেড়াতে চলে যান। এসময় বাড়িতে সাজিদ একাই ছিল। শনিবার দিবাগত রাতে কে বা কারা তার ঘরে ঢুকে ছুরিকাঘাত করে হত্যা করে চলে যায়। পরে সকালে স্থানীয়রা ঘরে রক্তাক্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত সাজিদের মা ইয়াসমিন আক্তার বলেন, আমি বাড়িতে ছিলাম না। খবর শুনে বাড়িতে এসেছি। এসে আমার ছেলের লাশ দেখতে হয়েছে। আমার ছেলে হত্যাকারীদের কঠিন বিচার চাই।

স্থানীয় ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন মন্ডল বলেন, নিহত সাজিদ তার মা এবং দুই ভাই মিলে একই বাড়িতে থাকতো। শুনেছি ঘটনার দিন সানজিত ছাড়া তাঁরা কেউ বাড়িতে ছিল না। সেই সুযোগে রাতের আঁধারে কে বা কারা তাকে মেরে ঘরে ফেলেছে।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ