Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইবিতে বই মেলা শুরু ২৯শে মার্চ

ইবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২২, ১১:১৩ পিএম

মহান স্বাধীনতা দিবস ও মুজিব বর্ষ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শুরু হচ্ছে বইমেলা । আগামী ২৯ মার্চ থেকে শুরু হয়ে তিনদিন ব্যাপী চলবে এ মেলা। ঐক্যমঞ্চের উদ্যোগে বিশ্ববিদ্যালয় বাংলা মঞ্চ প্রাঙ্গণে বই মেলা ও ক্লাব ফেস্টের আয়োজন করা হবে। বুধবার (২৩ মার্চ) ঐক্যমঞ্চের সভাপতি আকতার হোসেন আজাদ ও সাধারণ সম্পাদক নুরুল্লাহ মেহেদী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মোট ২৯ টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মেলায় অংশগ্রহণ করবে। প্রতি বছর বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক একুশে বই মেলার আয়োজন করা হয়। তবে এ বছর করেনা মহামারীর কারণে স্থগিত করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ও শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করতে এ মেলার আয়োজন করা হচ্ছে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে এ বছরই প্রথম সকল ক্লাবের সমন্বয়ে বই মেলা ও ক্লাব ফেস্ট অনুষ্ঠিত হতে চলেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ