বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার সাভারে নিখোঁজের ৮ দিন পরে সেফটি ট্যাংকির ভিতর থেকে এক কলেজ ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় সাভারের বলিয়ারপুরের কুন্ডা এলাকার একটি নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকি থেকে ওই ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাকিব আল হাসান (২০) সাভারের বনগাঁ ইউনিয়নের পশ্চিম কোটাপাড়া মহল্লার কাঞ্চন মিয়ার ছেলে। সে সাভারের আমিনবাজার এলাকার মিরপুর মফিদ-ই-আম স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলো।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোকলেছুর রহমান জানান, স্থানীয়রা নির্মাণাধীন ওই ভবন থেকে পচাঁ দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করে সেফটি ট্যাংকি থেকে অর্ধগলিত ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের স্বজনরা এসে লাশ শনাক্ত করেছে।
নিতের ভাই রাকিব হোসেন জানান, গত ১৭ মার্চ রাত ১০টা পর থেকে নিখোঁজ হয় সাকিব। পরদিন সে তার এক বন্ধুকে এসএমএস দিয়ে জানায় সে মিরপুর আছে। কিন্তু বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে না পেয়ে গত বৃহস্পতিবার সাভার মডেল থানায় একটি সাধারণ ডাইরি করা হয়।
আজ নির্মাণাধীন একটি ভবন থেকে পুলিশ অর্ধগলিত একটি মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ আমাদের খবর দিলে লাশের পরিহিত ড্রেস দেখে ভাইয়ের মরদেহ শনাক্ত করি।
এসআই মোকলেছুর রহমান আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানা হয়েছে। এছাড়াও ঘটনাটি তদন্ত করা হচ্ছে কারা কিভাবে তাকে হত্যা করেছে। এছাড়া হত্যাকান্ডের সাথে জড়িতদেরও আটকের চেষ্টা করা হচ্ছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।