Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাত্রলীগ নেতার ওপর হামলার মামলায় পোস্টমাস্টার গ্রেফতার

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২২, ১২:০৪ এএম

টাঙ্গাইলে বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজের ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সাব্বির হোসেন (২৭)এর ওপর হামলার মামলায় গত শুক্রবার করটিয়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মিনহাজ (৫৩) কে গ্রেফতার করেছে টাঙ্গাইল থানা পুলিশ। তিনি বাসাইল উপজেলা পোস্টমাস্টার হিসেবে কর্মরত। গ্রেফতারের বিষয়টি টাঙ্গাইল সদর থানার এসআই মোরাদুজ্জামান নিশ্চিত করে বলেন, মামলার ৮নং আসামি মিনহাজকে গ্রেফতার করা হয়েছে। একই মামলায় গত ২৩ মার্চ মামলার ৯নং আসামি করটিয়া বেপারীপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে মিরাজ (২০)-কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান। ঘটনার মামলা সূত্রে জানা যায়, মো. সাব্বির হোসেন একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। গত ১৫ মার্চ মো. সাব্বির হোসেন অফিসে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে ডেলি করটিয়া প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে এলাকার কতিপয় সন্ত্রাসী লোক দেশিয় অস্ত্রশস্ত্র দিয়ে সাব্বির’র ওপর এলোপাথাড়ি আঘাত করে। ফলে সাবির মর্মান্তিকভাবে আহত হয়। তার মাথায়, হাত এবং পায়ে কোপের আঘাতে মর্মান্তিক আহত হয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তার ওপর পড়ে যায়। সাব্বিরের চিৎকারে লোকজন এগিয়ে আসে এবং তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এই ঘটনার প্রেক্ষিতে মো. সাব্বির হোসেন এর মা সাফিয়া বেগম (৪০) গত ২১ মার্চ ১৩ জনকে আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন।
মামলার বাদী আহত মোঃ সাব্বির হোসেনের মা সাফিয়া বেগম জানান, আমার ছেলের উপর বর্বরোচিত হামলার উপযুক্ত বিচারের দাবিতে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেছি এবং আইনগত সঠিক বিচারের দাবি করছি। আহত সাব্বিরের পিতা সখিপুর উপজেলা সদর পোস্টমাস্টার মো. দেলোয়ার হোসেন বলেন, আমার ছেলের উপর হামলার পর আমার উপরও সন্ত্রাসীরা হামলা করে গুরুতর আহত করেছে। এ বিষয়ে পৃথক আরেকটি মামলা হয়েছে। মো. সাব্বির হোসেনের ওপর হামলার প্রতিবাদে ও সুষ্ঠ বিচারের দাবিতে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ