Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএসএফ’কে বিজিবি’র মিষ্টি উপহার

হিলি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২২, ১২:০৪ এএম

মহান স্বাধীনতার ৫১ বছর ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি চেকপোস্টে ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানালেন বিজিবি হিলি কোম্পানি কমান্ডার। গতকাল শনিবার বেলা ১২টায় দিনাজপুরের হিলি চেকপোস্ট শূন্যরেখায় বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার ইয়াসিন আলী স্বাধীনতার ৫১ বছর উপলক্ষে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) ১৮০ কোম্পানি কমান্ডার দেবেন্দর সিংকে মিষ্টি উপহারের মাধ্যমে শুভেচ্ছা জানান।
বিজিবির হিলি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইয়াছিন আলী জানান, অনেক ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে অর্জিত স্বাধীন দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে দুই দেশের বাহিনী নিজ নিজ দেশের পক্ষে দায়িত্ব পালন করছে। বাংলাদেশের ৫১ তম স্বাধীনতা দিবসের আনন্দ ভাগাভাগি করে নিতে এ আয়োজন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ