Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টুকরো খবর

| প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২২, ১২:০৪ এএম

১৪ দোকান ভস্মীভূত

বাউফল (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা
বাউফলের কালাইয়া বাণিজ্যিক বন্দরের দক্ষিণপট্টি (বেইলিব্রিজ সংলগ্ন) এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ১৪টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। গতকাল শনিবার বেলা সাড়ে নয়টার দিকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুণ নিয়ন্ত্রণে আনেন। আগুণের ভয়াবহতায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, গতকাল শনিবার বেলা সারে নয়টার দিকে ফিরোজ নামের এক মুদি মনোহরির দোকানে হঠাৎ একটি গ্যাস সলিন্ডিারের বিস্ফোরন ঘটে। মূর্হুতের মধ্যে আগুণের লেলিহান শিখা আসপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এর ফলে নেছারের রাইচ মিল, খোকা সাইকলে গ্রেজ, নাজিমের মেকানিক্সের দোকান, গৌতম সাহার ফ্রিজ ও বৈদ্যুতিক মালামালের দোকান, সবুজের ইলেকট্রনিক্সের দোকান, মনোরঞ্জন দাসের হার্ডওয়ারের দোকান ও ওষুধরে দোকান, রনজতি দাসের ওষুধের দোকান, গোলাম রাব্বীর ওষুধের দোকান, রফিকের বাসতঘর ভস্মীভূত হয়। এছাড়া রতনের চায়ের স্টল, জাহাঙ্গীরের চায়ের স্টল, উত্তম সাহার মুদিমনোহারি দোকান এবং পারভেজের মুদিমনোহারি দোকান আংশিক পুড়ে যায়।


বিষাক্ত কেমিক্যালে জেল
দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা
কুমিল্লার দাউদকান্দিতে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার ও প্রতি লিটার ভোজ্যতেল বোতলে ১০০ গ্রাম ওজনে কম দেয়ার দায়ে আবির কঞ্জুমার ফুড প্রডাক্টস-এর মালিক রকিব উদ্দিনকে তিন লাখ টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার উপজেলার গৌরীপুর এলাকায় ছান্দ্রা রায়পুর আবির কঞ্জুমার ফুড প্রডাক্টস গোডাউনে অভিযান চালিয়ে এ আদেশদেন সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুকান্ত সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ছান্দ্রা রায়পুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় আবির কঞ্জুমার ফুড প্রডাক্টস-এর মালিক রকিব উদ্দিন দোকান ও গোডাউনে মজুত করে রাখা ভোজ্যতেলের বোতলের গায়ে টিচার সয়াবিন তেলের লেবেল পাল্টিয়ে স্টার সয়াবিন তেল লেবেল লাগিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা ও ধোকা দিয়ে আসছে। বিষাক্ত কেমিক্যাল ব্যবহার ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে তাকে তিন লাখ টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

ছাত্রনেতাকে কুপিয়ে আহত
ঝালকাঠি জেলা সংবাদদাতা
ঝালকাঠির রাজাপুরে স্বাধীনতা দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল ইমরান কিরণকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে। হামলায় আরো ৮-১০ জন ছাত্রদলকর্মী আহত হয়। গতকাল শনিবার সকালে শহরের স্কুল মার্কেট এলাকায় হামলার এ ঘটনা ঘটে। আহত কিরণকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ছাত্রদল নেতারা অভিযোগ করেন, স্বাধীনতা দিবসে শহীদ মিনারে ফুল দেয়ার পর ছাত্রদল নেতাকর্মীরা মিছিল সহকারে ফিরে আসার সময় স্কুল মার্কেট এলাকয় আগে থেকে অবস্থান নেয়া ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। ছাত্রলীগ নেতাকর্মীরা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল ইমরান কিরণকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ও স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছে। এ বাপারে পুলিশের কাছে এখনো কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ