বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে হাজার হাজার নেতাকর্মী নিয়ে তাক লাগানো শো-ডাউন করেছে জেলা ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। এসময় শ্লোগানে শ্লোগানে তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগ দাবি করেন।
আজ শনিবার (২৬ মার্চ) দুপুরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া সমর্থিত হাজার হাজার ছাত্রদল যুবদলের নেতাকর্মীর মিছিলটি নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া বিজয় স্তম্বে এসে শ্রদ্ধা নিবেদন করে নেতাকর্মীরা।
মিছিলের কারণে দুপুর ১২ টা থেকে দেড়টা পর্যন্ত দেড় ঘন্টা নগরীজুড়ে তীব্র জানজটের সৃষ্টি হয়।
জেলা যুবদলের আহবায়ক গোলাম ফারুক খোকন, সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির নেতৃত্বে এ মিছিল হয়।
জানা যায়, জেলা ছাত্রদল ও যুবদলের হাজার হাজার নেতাকর্মী সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় জড়ো হয়ে মিছিল নিয়ে ঈদগাহ ময়দানে জড়ো হয়। পরে সেখান থেকে মিছিল নিয়ে শো-ডাউন করে।#
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।