Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধামরাইয়ে আগুনে পুড়ে গেছে ৩টি ঘর

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২২, ৬:০৪ পিএম

ঢাকার ধামরাইয়ে আগুন লেগে ৩টি বসত ঘরের ৯টি রোম পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে যানা গেছে।

আজ শনিবার (২৬ মার্চ) বেলা ২টার দিকে মোঃ আজাহারুল ইসলাম এর মালিকানাধীন ঐতিহ্যবাহী কালামপুর বাজারের বড় মসজিদের পাশে ৩টি টিনের ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়সুত্রে জানা যায়, বেলা ২টার দিকে কালামপুর বাজারে একটি টিনের ঘরে বিদ্যুৎতের শর্টসার্কিটের আগুন থেকে আগুন লেগে ৩টি ঘরের ৯টি রুম পুড়ে যায়। বাতাস থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘরের অন্যান্য মালামালে দ্রুত পুড়ে যায়। পরে ধামরাই ফায়ারসার্ভিস এর দুটি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় ৩০লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। সেই সাথে ফায়ার সার্ভিসের লোকেরা আরও অর্ধকোটি টাকার মালামাল আগুনেে হাত থেকে রক্ষা করতে সক্ষম হয়েছে। তবে ঘরের ভিতরে থাকা নগদ প্রায় ৮ লক্ষ টাকা আগুনে পুড়ে গেছে বলে জানা গেছে ।
আগুন লাগার পাশের বাড়ীর মালিক মোঃ হাবিবুর রহমান বলেন,দুপুরে হঠাৎ করেই ঘরের ভিতরে আগুন লাগায় হইচই শব্দ আসে। তখন আমরা এগিয়ে গিয়ে দেখি ঘরের ভিতরে আগুন লেগে গেছে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত এসে অনেক সময় পর আগুন নিয়ন্ত্রণে আনে। টিনের ঘরে আগুনে আমার বিল্ডিং এর একপাশ অনেক ক্ষতি হয়ে গেছ। আমার দ্বিতীয় তলার রোমের ভিতরে বেশ কিছু জিনিস নষ্ট হয়েগেছে।
বাড়ীর মালিক মোঃ আজাহারুল ইসলাম বলেন, আমি ঘরগুলো ভাড়া দিয়েছি। সেই ঘরে বিদ্যুৎতের শর্টসার্কিটের থেকে আগুন লেগে ঘরসহ ঘরের অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার এবং ভাড়াটিয়াদের মিলে প্রায় ৩০ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সাথে পাশের বাড়ীর ওয়ালে আগুনের লাবা লেগে কিছু ক্ষতি হয়েছে বলে জানাগেছে।
কালামপুর বাজার বণিক সমিতির সভাপতি ও ধামরাই উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ রবিউল করিম বলেন, আগুন লাগা দেখে নিজের জীবন বাজি রেখে আগুন নেভানোর চেষ্টা করি। সেই সাথে ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দেই। ক্ষতিগ্রস্ত পরিবার বাজার বণিক সমিতির আওতাভুক্ত না থাকলেও ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোহেল রানা বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে দ্রুত ঘটনাস্থলে যাই। পরে আমাদের দুটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। পরে সম্পুর্ণ আগুন নেভাতে সক্ষম হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ