প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দুই সুপারস্টার জুনিয়র এনটিআর ও রাম চরণ অভিনীত বহুল প্রতিক্ষিত ছবি ‘আরআরআর’ শুক্রবার (২৫ মার্চ) মুক্তি পেয়েছে সিনেমাটি। বিশ্বের বিভিন্নদেশের প্রায় ৮ হাজার হলে দেখা যাচ্ছে সিনেমাটি। এসএস রাজামৌলি পরিচালিত সিনেমাটি মুক্তির প্রথম দিনেই রেকর্ড গড়েছে সিনেমাটি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, অতীতের সকল বক্স অফিস রেকর্ড ভেঙে দিয়েছে ‘ট্রিপল আর’। প্রথম দিনেই ছবিটি আয় করেছে ২৪০ কোটি রুপি। এর মধ্যে শুধু তেলেগু বক্স অফিস সিনেমাটির আয় ১২০ কোটি রুপি। ভারতের বাইরেও সিনেমাটি দারুণ ব্যাবসা করছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে মোট ৭৫ কোটি রুপি আয় হয়েছে।
ধারণা করা হচ্ছে ভারতীয় সিনেমার ইতিহাস নতুনভাবে লিখতে যাচ্ছে এই ছবিটি। বিশ্লেষকরা বলছেন, ভারতীয় সিনেমায় অতীতের সব রেকর্ড ভেঙে দেবে ‘আরআরআর’।
কমারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘ট্রিপল আর’ সিনেমার গল্প। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। তাদের সঙ্গে থাকছেন অজয় দেবগণ, আলিয়া ভাটসহ আরও অনেক তারকা।
চলচ্চিত্র বোদ্ধারা মনে করছেন জনপ্রিয়তা ও বক্স অফিসের হিসেবে ‘বাহুবলি’ কে পিছনে ফেলবে ‘আরআরআর’। মুক্তির আগেই নাকি ‘আরআরআর’ ৮০০ কোটি রুপি আয় করেছে। এরমধ্যে সিনেমা স্বত্ব বিক্রিসহ গানের আয়ও রয়েছে। সিনেমাটির মোট বাজেট ৪০০ কোটি রুপি বলে শোনা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।