রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মাগুরার মহম্মদপুর উপজেলার চরবড়রিয়া গ্রামে জিল্লুর রহমানের বাড়ি থেকে চারটি গরু চুরির পর গোয়াল ঘরে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। কে বা কারা গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটায়। মধ্যরাতে আগুন দেখে গোয়াল ঘরে ছুটে যায় পরিবারের সদস্যরা কিন্তু সেখানে থাকা চারটে গরুর একটিও পায়নি তারা।
জিল্লুর রহমান জানান, দু’টি চোখ কিছুদিন আগে বিকল করে দেয়ার পর সে কিছু ব্যক্তির নামে মামলা করে। তারা ক্ষিপ্ত হয়ে এমন ঘটনা ঘটাতে পারে বলে তার সন্দেহ। সে আরো জানায়, পূর্বশত্রুতার জের ধরেই এমন ঘটনা ঘটোনো হয়েছে। কিছুদিন আগে জিল্লুর রহমানের দুটি চোখে ভোমর ঢুকিয়ে বিকল করে দেয় প্রতিপক্ষের লোকজন। জিল্লুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে তার পরিবার জানান। চারটি গরুর আনুমানিক বাজার মূল্য দুই লাখ টাকা, মোট ক্ষতির পরিমাণ প্রায় তিন লাখ টাকা বলে দাবি করেন জিল্লুর রহমানের ভাই মো. পান্নু মোল্লা। মহম্মদপুর থানার ওসি জানান, বিষয়টি শুনেছি অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পরবর্তী সহিংসতা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।