Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২ জনের যাবজ্জীবন

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০২২, ১২:০৩ এএম

খাগড়াছড়ির মাটিরাঙায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে মো. রেজাউল করিম (৩৭) ও মো. সাবু মিয়া (৩৫) নামের দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে উভয়কে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুছাং আবু তাহের এ রায় দেন। সাজাপ্রাপ্ত মো. রেজাউল হাওলাদার মাটিরাঙার কাঠাল বাগান এলাকার হানিফ হাওলাদারের ছেলে এবং মো. সাবু মিয়া একই এলাকার মৃত. জামাল মিয়ার ছেলে।রাষ্ট্রপক্ষের আইনজীবী বিধান কানুনগো মামলার বরাত দিয়ে জানান, ২০১৬ সালের ১৭ এপ্রিল মাটিরাঙার মুসলিমপাড়া এলাকায় মো. সাবু মিয়ার বাগান বাড়িতে ভয়ভীতি দেখিয়ে ওই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন আসামিরা। পরে লজ্জায় গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা চালায় ওই কিশোরী। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর একই বছরের ১৬ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এ ঘটনায় ওই কিশোরীর বাবা একই বছরের ১৭ নভেম্বর মাটিরাঙা থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ২২ জানুয়ারি মামলার অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহাদাত হোসেন টিটো।
মামলা চলাকালীন সময়ে পাঁচজনের সাক্ষ্যগ্রহণ করে আদালত। যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত এ রায় দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ