রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কুপিয়ে হত্যা
বাগেরহাট জেলা সংবাদদাতা
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনি এলাকায় নাইম খান (২৮) নামের সমাজসেবা অফিসের কর্মচারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্ত্বরা। গত বৃহস্পতিবার দিনগত রাত ৯টার দিকে গাংনি গ্রামের একটির পরিত্যক্ত বাড়ির উঠান থেকে গুরত্বর আহত অবস্থায় নাইমকে উদ্ধার করে স্থানীয়রা। প্রথমে নাইমকে স্থানীয় একটি ক্লিনিকে পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত নাইম গাংনি গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল খানের ছেলে। তিনি উপজেলা সমাজসেবা অফিসে অফিস সহায়ক পদে কাজ করতেন। মোল্লাহাট থানার ওসি সোমেন দাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত নাইমের লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। অপরাধীদের সনাক্ত করতে কাজ করছে পুলিশ।
বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
কটিয়াদী (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাত
কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল কালাম (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে পৌর এলাকার পূর্বপাড়া মহল্লায় এ দুর্ঘটনা ঘটে। মৃত আবুল কালাম উপজেলার জালালপুর গ্রামের মৃত হাছান আলীর ছেলে। প্রতিবেশী মো. মনির জানান, নির্মাণাধীন নিজ বাড়িতে কাজ করার সময় অসাবধনতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিন প্রতিষ্ঠানকে জরিমানা
কাপ্তাই (রাঙামাটি) উপজেলা সংবাদদাতা
রাঙামাটির কাপ্তাই নতুনবাজার ভোক্তা অধিকার অভিযানে মেয়াদোত্তীর্ণ মালামাল রাখার দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। গত বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন রাঙামাটি ভোক্তা অধিকার সহকারী পরিচালক রানা দেব নাথ। এসময় নতুনবাজার হিল ভিউ ল্যাব দীপক দের দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ১ হাজার টাকা, শ্যামা মেডিকেল হল ৫ হাজার টাকা ও সৈনিক স্টোরকে ১ হাজার টাকাসহ মোট ৭হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় কাপ্তাই উপজেলা ভোক্তা অধিকার পরিদর্শক মো. ইলিয়াছ, নতুনবাজার বণিক সমিতি ও কাপ্তাই পুলিশ সদস্যরা ভোক্তা অধিকারকে সহায়তা করে।
মতবিনিময় সভা
বেলকুচি (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা
জন্ম-মৃত্যু নিবন্ধনের পর্যালোচনা নিয়ে মতবিনিময় সভা ও স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষে মেলা উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। বেলকুচি সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকারের সঞ্চলনায় ইউএনও আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ে পর্যালোচনা করেন স্থানীয় সরকার বিভাগ রাজশাহীর পরিচালক যুগ্মসচিব এনামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, বেলকুচি মেয়র সাজ্জাদুল হক রেজা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম মোফাখখারুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান প্রমুখ। সভায় ইউপি চেয়ারম্যানসহ সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের সংবর্ধনা
ইন্দুরকানী (পিরোজপুর) উপজেলা সংবাদতাদা
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার পিরোজপুরের ইন্দুরকানী ডেভেলপমেন্ট অর্গানাইজেনের অর্থায়নে মরহুম মোদাচ্ছের আলী সিকদার স্মৃতি স্মরণে ইন্দুরকানী প্রেসক্লাব মিলনায়তনে উপজেলার তিনটি প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নগদঅর্থ, সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়। এসময় প্রেসক্লাব সভাপতি আজাদ হোসেন বাচ্চুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম, ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক, ইন্দুরকানী সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন, কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল, প্রধান শিক্ষক মো. সেলিম খান, সাংবাদিক এইচএম ফারুক হোসাইন প্রমুখ।
কৃষকের মৃত্যু
বরগুনা জেলা সংবাদদাতা
বরগুনার আমতলীতে বোরো ধানের জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আ. খালেক মৃধা (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষক আ. খালেক উপজেলার গুলিশাখালী গ্রামের আ. সোবাহান মৃধার ছেলে। জানা যায়, গত বৃহস্পতিবার ভোরে কৃষক আ. খালেক বোরো ধানের জমিতে বৈদ্যুতিক মোটারের মাধ্যমে পানি সেচ দিতে যায়। এ সময় অসতর্কতা বশত ওই বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
আমতলী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ বিষয়ে আমতলী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।