Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুবি ডিবেটিং সোসাইটির সভাপতি নাঈম, সম্পাদক তরিকুল

কুবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২২, ৬:৪২ পিএম

কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিওইউডিএস) ২০২২ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আল নাঈম এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী মো. তরিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে ডিবেটিং সোসাইটির মডারেটর মো. মঈনুল হাছান ও সদ্যবিদায়ী সভাপতি দীপ্ত ব্রত দাস এবং সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি (প্রশাসন) মো. হাবিবুর রহমান (প্রশাসন), সহসভাপতি (বাংলা বিতর্ক) জান্নাতুল ফেরদৌস, সহসভাপতি (ইংরেজি বিতর্ক) কাউসার আহম্মেদ বাঁধন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোহাম্মদ রাসেল মিঞা, আহমদ উল্লাহ রাফি, আব্দুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবরিনা আলম, আন্তর্জাতিক সম্পাদক শারমিন আক্তার কেয়া, অনুষ্ঠান সম্পাদক সাদিয়া আফরিন, অর্থ সম্পাদক মোহাম্মদ মূসা ভূঁইয়া, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, প্রশিক্ষণ ও সমন্বয় সম্পাদক ফাতেমা তুজ জোহুরা মীম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুুহসিন জামিল।

এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন সামিউল জিসান, মো. বায়েজিদুল ইসলাম, অজয় চন্দ্র বর্মন, লাবিবা ইসলাম।

উল্লেখ্য, কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিতর্ক চর্চার একমাত্র সংগঠন। এবারের কমিটি ডিবেটিং সোসাইটির চতুর্থ কার্যনির্বাহী কমিটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ