বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গোপালগঞ্জ জেলা সংবাদদাতা : গোপালগঞ্জ সদর উপজেলার বরফা গ্রামে ফাতেমা বেগম ওরফে অন্তরা (২৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে ওই গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকজন সদর হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর শুনে শ্বশুরবাড়ির লোকজন লাশ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায়।
বুধবার গভীর রাতে তাকে হত্যা করা হয় বলে নিহতের স্বজনরা দাবি করেছে।
সে ওই গ্রামের রেজাউল করিম সরদারের স্ত্রী। নিহতের স্বামী ঢাকার আশুলিয়ায় একটি গার্মেন্টসে চাকরি করেন।
ওই গৃহবধূর মা আম্বিয়া বেগম জানান, বুধবার রাতে যে কোনো সময় দুর্বৃত্তরা ঘরের বেড়া কেটে ঘরের মধ্যে প্রবেশ করে। পরে তারা ওই গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।
গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক মো. মুকুল হোসেন সরদার জানিয়েছেন, বৃহস্পতিবার পুলিশ গোপালগঞ্জ সদর হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।