Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ইবি শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলা, আহত ২০

ইবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২২, ৮:২৮ এএম

স্থানীয়দের হামলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রায় ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের তৎক্ষণাৎ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেয়া হয়। বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত ৯টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখ পাড়া বাজারে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঝিনাইদহ জেলার গাড়াগঞ্জ এলাকা থেকে বাসে উঠেন বিশ্ববিদ্যালয়ের ৪ জন শিক্ষার্থী। বাসে জিনিসপত্র রাখা নিয়ে বাসের কন্টাক্টরের সাথে বাকবিতন্ডা হয়। পরে বাসটি শেখপাড়া পৌঁছালে শিক্ষার্থীরা হেলপারের উপর চড়াও হয়। পরে ওই হেলপার পাশের এক দোকানে ঢুকেন। এসময় হেলপারকে দোকান থেকে বের করতে গেলে দোকানদারের সাথে কথা কাটাকাটি হয় শিক্ষার্থীদের। একপর্যায়ে ওই দোকানদার শিক্ষার্থীদের উপর হামলা করে। এসময় শিক্ষার্থীরের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে স্থানীয়রা হকিস্টিক, লাঠি, চাপাতি নিয়ে অতর্কিতভাবে শিক্ষার্থীদের উপর হামলা করে। এসময় ২ জন শিক্ষার্থী গুরুতর আহত হওয়াসহ প্রায় ২০ জন শিক্ষার্থী আহত হন। পরে গুরুতর আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।

এদিকে ঘটনার পর ক্ষুব্ধ হয়ে উঠেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে রাত ১০টার দিকে মাইকে ঘোষণা দিয়ে পুণরায় হামলা চেষ্টা চালায় স্থানীয়রা। রাত প্রায় সাড়ে ১১টা পর্যন্ত স্থানীয়রা লাঠি, হকিস্টিক ও বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ক্যাম্পাস পার্শ্ববর্তী এলাকায় কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে অবস্থান নেয় তারা। পরে সাড়ে ১১টার দিকে আলোচনায় বসে আইনশৃঙ্খলা বাহিনী, বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল ও স্থানীয় লোকজন।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন বলেন, আমরা পরিবেশ পর্যবেক্ষণ করেছি। স্থানীয়দের সাথে কথা বলেছি, পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে।



 

Show all comments
  • প্রবাসী-একজন ২৫ মার্চ, ২০২২, ১০:২৭ এএম says : 0
    ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে নিজেদের যারা রাজা মনে করে, তাদেরকে ওরকম ডান্ডা দিয়ে ঠান্ডা করা দরকার। গুগলে ঘাঁটাঘাঁটি করে দেখলাম, ওটা নামেই কেবল ইসলামী বিশ্ববিদ্যালয়, কামে হ-য-ব -র -ল।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ