Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৃষক হত্যা মামলায় ১ জনের ফাঁসি

প্রকাশের সময় : ১০ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রংপুর জেলা সংবাদদাতা : রংপুরের পীরগাছায় কৃষক আবুল কাসেম হত্যা মামলায় ১ জনের ফাঁসি এবং ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।

বুধবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এই আদেশ দেন। রংপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর আব্দুল মালেক জানান, ২০০৭ সালের ২৪ জুলাই পীরগাছার ছোটো ঝিলমিল এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে কৃষক আবুল কাসেম নিহত হয়।

এ ঘটনায় মামলা হলে দীর্ঘ শুনানি শেষে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান বুধবার এই রায় দেন।

রায়ে অভিযোগ প্রমাণিত হওয়ায় হাসান আলী নামের এক ব্যক্তিকে ফাঁসি এবং অপর অভিযুক্ত রাজু মিয়া, রাহেলা বেগম, আব্দুস সামাদ, হাদি আলী, শহিদুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এসময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ