Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধুর বোন আমেনা বেগমের মৃত্যুবার্ষিকীতে দোয়া মোনাজাত

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২২, ১২:১৭ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন আমেনা বেগমের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বরিশাল ক্লাবের অমৃত মিলনায়তনে পবিত্র কোরআন খতম, মিলাদ-মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

জোহরের নামাজের পর অনুষ্ঠিত মিলাদ-মাহফিল ও দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন মরহুমার জেষ্ঠ্য পুত্র বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ-এমপি, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, নাসরিন জাহান রত্না আমিন এমপি, গোলাম কিবিরিয়া টিপু এমপি, শাহে আলম এমপি, পংকজ নাথ এমপি, শওকত হাসানুর রহমান রিমন এমপি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ছাদেকুল আরেফিনসহ বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ মিলাদে বিভাগের পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যানবৃন্দ এবং বরিশাল জেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তাগণও অংশ নেন। এছাড়াও আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামে শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের বাড়িতে দোয়া ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এদিকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এর নানি শেখ আমেনা বেগম এর ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সকালে বনানী কবরস্থানে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন আমার নানি বঙ্গবন্ধুর সেজ বোন শেখ আমেনা বেগম ছিলেন অত্যন্ত সহজ-সরল মানুষ। এসময় উপস্থিত আরো ছিলেন প্রেসিডিয়াম সদস্য এ্যাড. মামুনুর রশীদ, মো. রফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার, মো. আনোয়ার হোসেন, কাজী মো. মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম, মো. সোহেল পারভেজ, আবু মুনির মো. শহিদুল হক চৌধুরী রাসেল, মশিউর রহমান চপল, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবলু, কেন্দ্রীয় যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ