Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে রিসোর্ট থেকে পর্যটকের লাশ উদ্ধার

কক্সবাজার ব্যুরো : | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২২, ১২:২০ এএম

কক্সবাজারের সিকদার রিসোর্ট থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সিকদার রিসোর্টের ১০৮ নং কক্ষ থেকে ওই লাশটি উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ। নিহত মোহাম্মদ ফয়সাল ওরফে হৃদয় কুমিল্লার দেবিদ্বারের বিডিয়ারের সাবেক সুবেদার আলী আকবরের ছেলে। তারা বর্তমানে ঢাকার কামরাঙ্গীচরের মায়ের সঙ্গে বসবাস করে আসছে। হোটেল কর্তৃপক্ষ ও পরিবারের বরাত দিয়ে ট্যুরিস্ট পুলিশেরর পরিদর্শক রুহুল আমিন বলেন, গত বুধবার সকালে কলাতলীর হোটেল-মোটেল জোনের সিকদার রিসোর্টে কক্ষ ভাড়া নেয় হৃদয়। গতকাল বৃহস্পতিবার সকালও নাস্তা করতে দেখেছে রিসোর্টের লোকজন। কিন্তু দুপুরে বের না হওয়াই পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে দেখে সিলিং ফ্যানের সঙ্গে হৃদয়ের লাশ ঝুলন্ত অবস্থায় আছে। তার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, ৩-৪ মাস আগে তার স্ত্রীও আত্মহত্যা করে। কোনো একটা বিষয়ে পরিবারের সঙ্গে ঝগড়া হয়। ওই বিষয়ে তার মাকে ক্ষুদে বার্তা পাঠিয়েছিলেন হৃদয়। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।
জানা যায়, মৃত্যুর পর পুলিশকে খবর দেয়নি রিসোর্ট কর্তৃপক্ষ। পুলিশের টিম ঘটনাস্থলে আসলে সিকদার রিসোর্টের ম্যানেজার ও কর্মচারীরা পালিয়ে যায়। তবে সিকদার রিসোর্টের মালিক হামিদ জানান, এ ঘটনায় রিসোর্টের কেউ জড়িত না। সিসিটিভি ফুটেজ দেখলে সব বিষয় পরিস্কার হয়ে যাবে।
রূপগঞ্জে সিরামিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে : নারায়ণগঞ্জের রূপগঞ্জে চায়না-বাংলা সিরামিক ইন্ডাস্ট্রিজ নামক একটি টাইলস তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে কারখানাটির একটি ভবনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কারখানার ভেতরে আগুন লেগে যায়। মূহুর্তের মধ্যেই আগুনের ভয়াবহতা কারখানায় কয়েকটা অংশে ছড়িয়ে পরে। পরে কারখানার ভেতরে থাকা শ্রমিকরা বাইরে বের হয়ে আগুন নেভাতে চেষ্টা চালান। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, কারখানার পেছনের একটি টিনসেড ভবনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ ঘটনায় কোন হতাহত হয়নি বলেও জানান তিনি। প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ