বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শিবগঞ্জে নিত্য প্রয়োজনীয় পণ্য মজুদের দায়ে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত বুধবার রাতে উপজেলার কানসাটের গোপালনগর বাজারে খাইরুল ইসলামের দোকান অভিযান পরিচালনা করে টাস্কফোর্স। কৃষি বিপণন কর্মকর্তা নুরুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে কানসাটের গোপালনগর বাজারে শিবগঞ্জের ভুমি কর্মকর্তা আরিফা সুলতানার নেতৃৃতে খাইরুল ইসলামের গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার গোডাউনে ৬০০ বস্তা চাল, ২৬২ বস্তা চিনি, ৮০ বস্তা ডাল, ৯০ বস্তা আটা, ২ হাজার ৫০০ লিটার সোয়াবিন তেল মজুদের অপরাধে তাকে জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, অভিযুক্ত খাইরুলের মজুদ করা পণ্যগুলো তিন দিনের মধ্যে বাজারজাত করার নির্দেশ দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।