বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নরসিংদী থেকে স্টাফ রিপোর্টার : নরসিংদীর শিবপুরে এক ব্যবসায়ীর বাড়িতে দিনদুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ ৬ লাখ ৫৩ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণালংকার ও মোবাইল সেট লুট করেছে। আজ রোববার বেলা ১১টায় শিবপুর উপজেলার কারারচর খাসমহল গ্রামের রড সিমেন্ট ব্যবসায়ী আব্দুল সাত্তার ভূঁইয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ব্যবসায়ী সাত্তার ভূঁইয়া জানান, বেলা ১১টার দিকে মোটরসাইকেলে করে আসা একজন মুখোশধারীসহ চার জনের একটি ডাকাত দল তিনতলা ভবনের দ্বিতীয় তলার বাসায় ঢুকে। এসময় চাপাতি ও পিস্তলের মুখে বাসার সবাইকে জিম্মি করে রাখে। পরে ডাকাতরা বাসার আবসাবপত্র তছনছ করে ব্যাংকে জমা করার জন্য রাখা নগদ ৬ লাখ ৫৩ হাজার টাকা, ৮ ভরি স্বর্ণালংকার ও মোবাইল সেট লুটে নেয়। ডাকাতরা বাসার লোকজনকে একটি কক্ষে আটকে রেখে পালিয়ে যায়। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে দরজা খুলে তাদের উদ্ধার করেন। খবর পেয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার ও শিবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।