Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, স্বামী গ্রেপ্তার

গফরগাঁও উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২২, ৬:৪৩ পিএম

গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের টেকিরচরে যৌতুকের দাবিতে ফাতেমা আক্তার (২৩) নামে এক সন্তানের জননীকে পিটিয়ে আহত করেছে স্বামী। পরে ফাতেমার দায়ের করা মামলায় স্বামী মোবারককে (২৬) গ্রেপ্তার করেছেন পুলিশ। আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) তাকে আদালতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, টেকিরচর গ্রামের লোকমান সর্দার ওরফে বিসমিল্লাহর ছেলে মোবারকের সাথে উথুরী গ্রামের জহুর উদ্দিনের মেয়ে ফাতেমার প্রায় দুই বছর আগে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই ৩ লাখ টাকা যৌতুকের দাবিতে ফাতেমার ওপর মোবারকের অত্যাচার-নির্যাতন শুরু হয়। এ অবস্থায় ওই দম্পতির ঘরে মুক্তামনি (৯ মাস) নামে এক কন্যা শিশুর জন্ম হয়। শিশু জন্মের পরও ফাতেমার ওপর মোবারকের অত্যাচার চলমান থাকে। পরে ফাতেমার বাবা-মা মেয়ের সুখের কথা চিন্তা করে মোবারককে দুই লাখ টাকা প্রদান করেন। কিন্তু দাবীকৃত আরও এক লাখ টাকার জন্য মোবারক ও তার পরিবারের লোকজন ফাতেমাকে মানসিক ও শারীরিক অত্যাচার অব্যাহত রাখে।

গত ১৫ মার্চ রাতে মোবারক পুনরায় ফাতেমাকে নির্যাতন করে আহত করে। প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে ফাতেমার বাবা-মা মেয়েকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে নিজ বাড়িতে নিয়ে যান। গতকাল বুধবার (২৩ মার্চ) এ ঘটনায় ফাতেমা বাদি হয়ে মোবারকের বিরুদ্ধে গফরগাঁও থানায় মামলা দায়ের করেন। ঐ দিন রাতে পুলিশ মোবারককে বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।

ফাতেমা আক্তার বলেন, আমার বাবা-মা গরিব মানুষ। এতো টাকা দেওয়ার সামর্থ্য নাই। অনেক কষ্ট কইরা দুই লাখ টাকা দিছি। কিন্তু আরও এক লাখ টাকার জন্য মোবারক আমারে মারতো। আমি এর সুষ্ঠ বিচার চাই। গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় মোবারককে গ্রেপ্তার করে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ