Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ময়মনসিংহে ভূমি কর্মকর্তা নিজেই বালু ব্যবসার ইজারাদার, কোটি টাকা বাণিজ্যের অভিযোগ

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২২, ৬:২১ পিএম

ময়মনসিংহ সদর উপজেলার কুষ্টিয়া ইউনিয়নের বেগুনবাড়ী এলাকায় উপ-সহকারী ভূমি কর্মকর্তা ওয়ালিউল্লাহ মো: আবু তাহের নিজেই ৪টি বালু ঘাটের ইজারাদার হিসেবে কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। এর মাধ্যমে তিনি অবৈধ বালু ব্যবসা পরিচালনা করে কোটি টাকা বাণিজ্য করেছেন বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ২৪ মার্চ ময়মনসিংহের জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেছেন স্থানীয় আ: রহমান ও আ: সোবহান।

ওই অভিযোগে তারা জানান, গত বছরের নভেম্বর মাসের শেষ দিকে স্থানীয় উপ-সহকারী ভূমি কর্মকর্তা শফিকুল ইসলাম বদলী হয়ে গফরগাঁও উপজেলায় চলে যান। এরপর থেকে উপ-সহকারী ভূমি কর্মকর্তা ওয়ালিউল্লাহ মো: আবু তাহের আমাদের সম্পত্তিতে ৪টি বালু ঘাট বসিয়ে নিজেই ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে বালু ব্যবসা করছে।

তবে এসব ঘাট নিয়ন্ত্রনের জন্য নায়েব আবু তাহের স্থানীয় লিটন, আসাদ, কেরামত আলী কেরু ও সাব্বির আহম্মেদকে নামমাত্র ইজারাদার নিযুক্ত রেখে এদের মাধ্যমে প্রতিদিন তিনি ৪ থেকে ৫ শত ট্রাক বালু উত্তোলন করে দুই থেকে আড়াই হাজার টাকা হারে দৈনিক প্রায় ১২ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন।

অভিযোগকারী আ: রহমান ও আ: সোবহান জানান, আমরা ওই ৪টি বালু ঘাটের সম্পত্তির মালিক হওয়ায় নায়েব আবু তাহেরের কাছে অংশ দাবি করলে নায়েব জানায় যে ‘বালু ঘাটের দৈনিক উর্পাজনের মোট টাকার ৫০ ভাগ ইজারাদার নিয়ে যায়, আর বাকি টাকা উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট চলে যায়। ফলে এই টাকার ভাগ অন্য কাউকে দেওয়ার ক্ষমতা আমার নেই।
এবিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও সহকারী ভূমি কর্মকর্তা ওয়ালিউল্লাহ মো: আবু তাহেরের কোন বক্তব্য পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ