বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোরের লালপুর উপজেলার নবীনগর গ্রামে ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের প্রতিবাদে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে নবীনগর গ্রামের মানুষ।
বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা জানান, ‘তিলকপুর গ্রামের জনৈক উজ্জল হোসেন নবীনগর মৌজার জমি লীজ নিয়ে পুকুর খনন শুরু করেছেন। এখানে পুকুর খনন হলে নবীনগর, শিবনগর, উত্তর লালপুরসহ অন্তত: ৫ গ্রামের মানুষের প্রায় তিন’শ বিঘা ফসলী জমি জলাবদ্ধতার শিকার হবে।’
এসময় বক্তব্য রাখেন উপজেলার ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আজাবুল হোসেন ডিলু, নবীনগর গ্রামের মোহাম্মদ আব্দুস শুকুর প্রমুখ।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে পুকুর খনন বন্ধে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদনপত্র জমা দেয় গ্রামবাসী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।