Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাছ থেকে পড়ে সিলেটে এক শ্রমিকের মৃত্যু

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২২, ৩:৫৬ পিএম

চলতা (চালিতা) গাছ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে সিলেটে। এসএমপির জালালাবাদ থানাধীন তারাপুর চা বাগানে আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুর দেড়টায় এ ঘটনা ঘটে। মৃত্যু শ্রমিকের নাম বিকাশ রায় (২৭)। তার লাশ উদ্ধার করে পুলিশ। বিকাশ রায় তারাপুর চা বাগানের মৃত রাম রায়ের পূত্র। তিনি কিছুটা সহজ-সরল ও মানসিক ভারসাম্যহীন ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গতকাল (বুধবার) সন্ধ্যায় বিকাশ রায় তার বাড়ির পাশের একট চলতা গাছে ওঠেন। কিন্তু এরপর থেকে নিখোঁজ হন তিনি এবং ঘরে ফেরেননি রাতে।
বৃহস্পতিবার দুপুরে বাগানের টিপু মিয়ার বাড়ির পাশে ওই চলতা গাছের পাশেই বিকাশের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে জালালাবাদ থানায় খবর দিলে দুপুর দেড়টার দিকে একদল পুলিশ এসে বিকাশের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এ বিষয়ে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ ওসি মো. নাজমুল হুদা খান বলেন, নিহত বিকাশ কিছুটা মানসিক ভারসাম্যহীন। চলতা থেকে পড়েই তার মৃত্যু হয়েছে- প্রাথমিকভাবে এটাই নিশ্চিত হওয়া গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ