বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাংলাদেশি দুই তরুণীর সমকামী প্রেম নিয়ে গেল কদিন ধরে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিকৃতরুচির এই প্রেমকাহিনী সামনে আসতেই বিস্ময় প্রকাশ করেছেন সচেতন মানুষ। নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে সব মহল থেকে।
মূলত তাদের ফেসবুক-টিকটকের মাধ্যমে পরিচয়। এরপর বন্ধুত্ব এবং পরে ভালোবাসা। রোববার (২১ মার্চ) বিকেলে টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের ময়থা গ্রামের আজহার আলীর মেয়ে আঁখির প্রেমের টানে টাঙ্গাইলে ছুটে যান নোয়াখালীর নুরুল ইসলামের মেয়ে বিলকিস। একে অপরকে ভালোবাসেন এবং একসঙ্গে সারাজীবন থাকতে চান।
তিন মাস আগে দুইজন একত্রে ঘরও ছেড়েছিলেন। পরে পরিবারের চাপে বাড়িতে ফিরতে বাধ্য হয় তারা। এবার আঁখির কাছে ছুটে এসেছেন বিলকিস।
এদিকে, সমকামী প্রেমের সম্পর্ক নিয়ে আঁখির দেয়া বক্তব্যে আরও হতবাক হয়েছেন নেটিজেনরা। এ প্রসঙ্গে আঁখি বলেন, বিলকিসের সাথে ফেসবুকে পরিচয় তারপর থেকে আমরা দু’জনে সম্পর্কে জড়িয়ে যাই। পরিবার, সমাজ না মেনে নিলে মেরে ফেলুক। আমরা বাঁচলে একসঙ্গে বাঁচব, মরলে একসঙ্গে মরব।
ফেসবুকে এনিয়ে বিস্ময় প্রকাশ করে সায়েদা নাহিয়ান নামে একজন লিখেছেন, ‘‘আহ,,শেষ জামানা এসে গেল!! মনে হচ্ছে কেয়ামত খুব সন্নিকটে। এই সমকামিতার জন্য লূত (আঃ) এর কওম কে আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছিলেন। আল্লাহ আমাদের হেদায়াত দান করুক।’’
বাহার ইসলাম লিখেছেন, ‘‘আল্লাহর গজবের দিকে কি ভাবে মানুষ দৌড়াচ্ছে। অথচ এরা ও মুসলমানদের সন্তান! আজকে ইসলামের দাওয়াত বন্ধ হওয়ার কারণে অথবা দাওয়াতকে কোনঠাসা করে দেওয়ার কারণে আজ মুসলিম সন্তানদের এই পরিনিতি হচ্ছে। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন আমীন ।’’
আবুল খায়ের বকুলের পরামর্শ, ‘‘তাদেরকে আইনের আওতায় এনে মানষিক চিকিৎসার ব্যবস্থা করা হউক। মনোরোগ বিশেষজ্ঞ দ্বারা চিকিৎসা ও কাউসিলিং এর মাধ্যমে মডিফাই করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।’’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।