Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখিপুরে শাল-গজারি গাছসহ ট্রাক জব্দ করেছে বনবিভাগ

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২২, ১১:০১ এএম

টাঙ্গাইলের সখিপুরে শাল-গজারি ১শত পিস গাছসহ একটি ট্রাক(ঢাকা মেট্রো ট ১৬-২৭৬৩)জব্দ করেছে বনবিভাগ। সংরক্ষিত বনাঞ্চলের জব্দকৃত গাছের মূল্য প্রায় ৫লাখ। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শোলাপ্রতিমা এলাকা থেকে বৃহস্পতিবার(২৪মার্চ) ভোরে বনবিভাগের লোকজন ট্রাকটি জব্দ করেছে। বহেড়াতলী রেঞ্জ অফিসার এএইচএম এরশাদ হোসেন বলেন,জব্দকৃত গাছগুলো উপজেলার নিশ্চিন্ত পুর এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে আমিনুল ইসলাম(৫২) এবং লাঙ্গুলিয়া এলাকার আবু সামার ছেলে আল-আমিনের। ট্রাকসহ গাছগুলো উদ্ধার করা সম্ভব হলেও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। টাঙ্গাইল সদর রেঞ্জ অফিসার এমরান হোসেন বলেন, শাল-গজারি গাছ সহ ট্রাকটি জব্দ করে ডিভিশন অফিসে নিয়ে আসা হয়েছে এবং নিয়মিত মামলা দায়ের করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ