Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কুষ্টিয়ায় জাতীয় পার্টির মানববন্ধন

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২২, ১১:০৬ পিএম | আপডেট : ১২:০৯ এএম, ২৪ মার্চ, ২০২২

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কুষ্টিয়া জেলা জাতীয় পার্টি। বুধবার বেলা ১১ টায় শহরের পাঁচ রাস্তার মোড়ে জাতীয় পার্টির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এতে জেলা জাতীয় কৃষক পার্টির সহ সভাপতি ও কুষ্টিয়া জেলার সভাপতি নাফিজ আহমেদ খান টিটুর সভাপতিত্বে বক্তব্য দেন, জাতীয় মহিলা পার্টির কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক মর্জিনা খাতুন, কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সাফায়েত হোসেন স্বপন, মোছা:রিনা নাসরিন, জেলার নেতা রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক এস এম আনোয়ার,জেলা প্রচার সম্পাদক মিজানুর রহমান ভিজা, ভেড়ামারা জাতীয় পার্টির সভাপতি আনিসুর রহমান হানিফ, মিরপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শামীম মন্ডল, জাতীয় সেচ্ছাসেবক পার্টি কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মাসুম সাবের, জাতীয় পার্টি কুমারখালী উপজেলার সহ সভাপতি এস কে রবিউল, সদর উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি একলাস উদ্দিন, জাতীয় পার্টি পৌর কমিটির যুগ্ন আহবায়ক সোহরাব হোসেন, জাতীয় যুব সংহতি ভেড়ামারা উপজেলার সভাপতি কোমল দেব নাথ, জাতীয় শ্রমিক পার্টি কুষ্টিয়া জেলার যুগ্ন আহবায়ক আতিয়ার রহমান তপন, নাজমুল হোসাইন,সভাপতি জাতীয় পার্টি বাড়ুইপাড়া ইউপি জামিরুল ইসলাম, ঝাউদিয়া ইউপির সভাপতি সুজা উদ্দিন, সাধারণ সম্পাদক রুহুল আমিন,হরিপুর জাতীয় পার্টির সেলিম উদ্দিন, আব্দুর রাজ্জাক, আমিরুল ইসলাম, মিজানুর রহমান, সালেহা খাতুন, শিউলী খাতুন,রাজীব উদ্দিন, ১০ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সহ জেলা উপজেলা জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিটি দ্রব্যের অসহনীয় মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ দিশেহারা সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা একটি অসাধু চক্র মুনাফাখোর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের যোগসাজসে নিত্যপণ্য সাধারণ মানুষের ক্রয় ক্রমতার বাইরে চলে গেছে। এমন্তঅবস্থায় সরকারের উচিত দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে আনা। অন্যথায় আগামী নির্বাচনে বাংলার মানুষ এই সরকারের ওপর আস্থা নাও রাখতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ