Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুনাকের উদ্যোগে চাকরি পেলেন প্রতিবন্ধী শাহিদা

যশোর ব্যুরো : | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২২, ১২:০৪ এএম

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর সভানেত্রী জীশান মীর্জার উদ্যোগে অবশেষে চাকরি পেলেন যশোরের ঝিকরগাছার মাস্টার্স পাস করা শারীরিক প্রতিবন্ধী শাহিদা খাতুন। দেশের শীর্ষ আকিজ গ্রুপের প্রতিষ্ঠান যশোরের নওয়াপাড়া আকিজ জুট মিলে এক্সিকিউটিভ অফিসার পদে চাকুরি হয়েছে তার। প্রতিবন্ধীতাকে জয় করে অনন্য নজির স্থাপন ও শাহিদার কর্মসংস্থান উপলক্ষে গতকাল বুধবার তার বাড়ি ঝিকরগাছার শিমুলিয়া গ্রামে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) যশোর জেলা এক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শাহিদার হাতে নিয়োগপত্র তুলে দেন পুনাক সভানেত্রী জীশান মীর্জা। দু’টি পা ও একটি হাত না থাকা শাহিদা খাতুন মুদি দোকানি রফিউদ্দিনের চতুর্থ সন্তান। দু’টি পা ও একটি হাত না থাকলেও সচল বাকি হাত দিয়েই বাঁচার স্বপ্ন দেখেন শাহিদা। প্রতিবন্ধিতাকে জয় করে অনন্য নজির স্থাপন করেছেন এলাকায়। প্রতিবন্ধী এ তরুণী প্রবল ইচ্ছাশক্তির ওপর ভর করে ২০১৫ সালে যশোর সরকারি এম এম কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স পাস করেন। লেখাপড়ার পাশাপাশি শাহিদা হ্যান্ডিক্রাফট, সেলাইসহ বিভিন্ন হাতের কাজও করতে পারেন। নিজে প্রতিবন্ধী হয়েও অন্য প্রতিবন্ধীদের জন্য এগিয়ে আসেন। বাড়ির পাশে গড়ে তোলেন সৃষ্টিশীল নারী প্রতিবন্ধী কল্যাণ সংস্থা। ওখানে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা আর নারীদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তুলছেন আত্মকর্মজীবী।
নিয়োগপত্র পেয়ে খুশিতে আত্মহারা শাহিদা খাতুন জানান, অবশেষে আমার একটা কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। পড়াশুনা শেষ হয়েও চাকুরি না হওয়ায় আমি খুব দুশ্চিন্তায় ছিলাম। প্রতিবন্ধী হিসেবে বাড়িতে পরিবারের কাছে বোঝা হিসেবে ছিলাম। এখন মা-বাবার পাশে দাঁড়াতে পারবো। আমি চাকুরিতে যোগদান করলেও আমার হাতে গড়া সৃষ্টিশীল নারী প্রতিবন্ধী কল্যাণ সংস্থা চলবে তার নিজস্ব গতিতে। কেননা আমি প্রতিবন্ধী এই বোনদের অনেককেই সামনে নেতৃত্ব দেওয়ার মতো গড়ে তুলেছি।
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা সাংবাদিকদের জানান, বিভিন্ন গণমাধ্যমে শাহিদাকে নিয়ে সংবাদ পড়েছি। তার অদম্য প্রতিবন্ধিতাকে জয় করে অনন্য নজির স্থাপন করা আমাদের কাছে খুব ভালো লেগেছে। উচ্চ শিক্ষিত হয়েও সে চাকুরি পাচ্ছিল না । শাহিদার কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ায় পরিবারটি এখন ঘুরে দাঁড়াতে পারবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ