বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুড়িগ্রামের উলিপুরে চাঁদনী নামের ৩ বছরের এক কন্যা শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের মালঝাড়া গ্রামের রিকশা চালক বিপ্লব মিয়ার মেয়ে।
স্থানীয় সুত্রে জানা যায়,বিপ্লব মিয়ার ১ম স্ত্রী চাঁদনীর মা ২ বছর আগে মারা যান। তার মৃত্যুর পর বিপ্লব ২য় বিয়ে করেন। চাঁদনীকে সৎ মায়ের কাছে রেখে বিপ্লব ঢাকায় রিকশা চালিয়ে জীবন নির্বাহ করতেন। প্রায় দিনের মত গতকাল সকালে চাঁদনীর প্রতিবেশী ফুফু নেপালী ও রুবি চাদনীকে মাছ দিয়ে ভাত খাওয়ান। ভাত খাওয়ার পর চাঁদনী খেলতে খেলতে অসুস্থ হয়ে পড়ে। অবস্থা সংকটময় হলে স্থানীয় চিকিৎসক চাঁদনীকে দ্রুত হাসপাতালে নিতে বলেন। পরে চাঁদনীকে দ্রুত উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু ফুফু নেপালি বেগম বলেন, চাঁদনীকে আমি নিজে মাছ ভেজে ভাত খেতে দেই। ভাল ছাওয়া ভাত খাওয়ার পর খেলতে গিয়ে অসুস্থ হয়ে যায়। পড়ে গ্রাম্য চিকিৎসককে দেখালে হাসপাতালে নিয়ে আসতে বলে।
শিশুটির দাদা ইলিমুদ্দিন বলেন, চাঁদনীর মা মারা যাওয়ার পর থেকে সৎ মায়ের কাছেই থাকত। জরুরি কাজে কুড়িগ্রামে যাই সেখানেই চাঁদনীর অসুস্থ্যতার খবর পেয়ে হাসপাতালে এসে দেখি সে মারা গেছে। তবে কি কারণে মারা গেছে এ বিষয়ে কিছুই জানেন না তিনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সহকারি সার্জেন্ট ডা. শারমিন সুলতানা বলেন, এটা অস্বাভাবিক মৃত্যু। শিশুটির মুখ থেকে ফেনা বের হয়েছিল। তবে শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, শিশুটির মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।