Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কমান্ডার সিরাজুল ইসলামের মৃত্যু বার্ষিকীতে জেলা বিএনপির বিবৃতি

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২২, ৬:৫৭ পিএম

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ২নং সেক্টরের কমান্ডার, নারায়ণগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক জনপ্রিয় সাংসদ কমান্ডার সিরাজুল ইসলামের ১০তম মৃত্যু বার্ষিকী আজ বুধবার (২৩ মার্চ)। এই মহান নেতার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপন করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি
বুধবার (২৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র পক্ষে ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ কমান্ডার সিরাজুল ইসলাম এর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, কমান্ডার সিরাজ নারায়ণগঞ্জ তথা বাংলাদেশের জন্য একজন কীর্তিমান পুরুষ ছিলেন। তার মতো বীর মুক্তিযোদ্ধারা জীবনবাজি রেখে স্বাধীনতার সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন বলেই আজ আমরা স্বাধীন বাংলাদেশ নাগরিক। স্বাধীনতা পরবর্তীতে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায়ও কমান্ডার সিরাজ ভাই ভূমিকা রেখেছেন। মুক্তিযুদ্ধের মহান নায়ক জিয়াউর রহমানের হাত ধরে নায়ায়নগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা করেছিলেন, প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে নারায়নগঞ্জে জাতীয়তাবাদী শক্তির বিকাশ ঘটিয়েছিলেন। বিএনপি সরকারের সাংসদ সদস্য হয়ে নারায়নগঞ্জের উন্নয়নে নানাবিধ ভূমিকা রেখেছিলেন।
ব্যক্তিজীবনে অত্যন্ত সৎ এবং নির্লোভ মানুষ হিসেবে তিনি সর্ব মহলের কাছেই জনপ্রিয় ছিলেন। আমরা নারায়ণগঞ্জ জেলার সর্বস্তরের মানুষ এই মহান মানুষটিকে আজো শ্রদ্ধাভরে স্বরণ করি, এবং তার রুহের মাগফেরাত কামনা করি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ