Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী

হেফাজত পূনর্গঠন সভা ফটিকছড়িতে

ফটিকছড়ি থেকে স্টাফ রিপোটার | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২২, ৬:২০ পিএম

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বর বিপর্যয়ের পর ঘুরে দাড়ানোর প্রত্যয়ে যে মাদ্রাসা থেকে পুনর্জাগরণ শুরু হয়েছিল; ২০২১ সালের বিপর্যয় থেকে ফের ঘুরে দাড়াতে ফটিকছড়ি’র সেই আল জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা থেকেই হেফাজত পূনর্গঠন কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২৩/০৩/২০২২) সকাল সাড়ে ১১টা থেকে হেফাজতের জাতীয় কমিটির সভা বাবুনগর মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। আমীরে হেফাজত আল্লামা শাহ মুহাম্মদ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, নায়েবে আমীরগণ যথাক্রমে- হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা শাহ মুহাম্মদ ইয়াহ্ইয়া, শহীদ তাজ উদ্দীন আহমদ সরকারী কলেজের অধ্যক্ষ আল্লামা মিজানুর রহমান চৌধুরী (পীর ছাহেব; দেওনা, গাজীপুর), আল্লামা তাজুল ইসলাম (পীর ছাহেব; ফিরোজশাহ; চট্টগ্রাম), আল্লামা আব্দুল আউয়াল (নারায়ণগঞ্জ), মাওলানা মুহাম্মদ আইয়ুব বাবুনগরী, মাওলানা জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস নদভী, মুফতি মোহাম্মদ আলী কাসেমী, মাওলানা মহিউদ্দীন রাব্বানী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মাওলানা ফোরকানুল্লাহ খলিল, মাওলানা মোবারক উল্লাহ, মাওলানা হারুন আযিযী নদভী, মাওলানা আনোয়ার হুসাইন রাব্বানী প্রমূখ।

রূদ্ধদ্বার বৈঠক শেষে হেফাজত মহাসচিব আল্লামা সাজিদুর রহমান এক প্রেস ব্রিফিং-এ বলেন, কাদিয়ানীরা পঞ্চগড়ে যে সম্মেলন করে গেল এটা আমাদের ভাবিয়ে তুলেছে। নেত্রকোনায় আমাদের একজন মুসলমান ভাইকে প্রহার করল কাদিয়ানীরা- যে বর্তমানে হাসপাতাল চিকিৎসাধান আছে। আমরা তার সঠিক তদন্ত করে বিচার দাবি জানাই এবং কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার দাবি আগের মতই জানাচ্ছি। তাদের অপতৎপরতা বন্ধের দাবি জানাচ্ছি। বিশেষ করে- পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার এবং ব্যবসায়ীদের কাছে দাবি জানাই। যাতে মুমিন বান্দা-বান্দিরা সুফল ভোগ করতে পারে- নিজের স্বার্থকে পরিত্যাগ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য দাবী জানাই। এ ক্ষেত্রে সকলের সক্রিয় ভূমিকা পালন করতে হবে এবং আশাকরি সকলে রমজানের পবিত্রতা বজায় রাখবে এবং দিনের বেলায় হোটেল-রেস্তোরা বন্ধ রাখবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আপাতত আমাদের কোনো কর্মসূচি নেই; তবে কোনো কর্মসূচি নিতে হলে মিটিং-এর মাধ্যমে জানাবো। বর্তমানে আমাদের ৩ শতাধিক নেতা-কর্মী জেলে আছে এবং ৬ শতাধিক ইতোমধ্যে জামিনে মুক্তি পেয়েছে। আমাদের যারা বর্তমানে জেলা আছে; তাদের মুক্তির জন্য আমরা বার বার দাবি জানিয়ে আসছি এবং আইনী প্রক্রিয়াও আমরা অব্যাহত রেখেছি।
অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আহবানের মাধ্যমে সরকারের কাছে দাবি জানাচ্ছি যে; দেশে কিছু অসাধু ব্যবসায়ী আছে; সিন্ডিকেট আছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য কিংবা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
বৈঠক সংশ্লিষ্ট এক হেফাজত নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মূলত দেশের বর্তমান প্রেক্ষাপট, সারা দেশে গ্রেফতারকৃত আলেম-ওলামা এবং তৌহিদী জনতাকে মুক্ত করতে করণীয় নির্ধারণ, দেশব্যাপী হেফাজতের সাংগঠনিক ও পূনর্গঠন কার্যক্রম জোরদার, ১৩ দফা দাবী বাস্তবায়নে ভবিষ্যত কর্মকৌশল অবলম্বন, পবিত্র রমজান মাসে হেফাজত নেতা-কর্মীদের মাঝে সম্পর্ক উন্নয়নসহ নানাবিধ কর্মপন্থা নির্ধারণে ঘটা করে এ সভার আয়োজন করা হয়েছে। তবে বৃহত্তর স্বার্থে সব পদক্ষেপ এখনি প্রকাশ করবে না হেফাজত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ