Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে প্রেক্ষাগৃহে আসছে তারকাবহুল ‘পাপ-পুণ্য’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২২, ৪:৫৬ পিএম

ঈদ মানেই আমাদের দেশে চলচ্চিত্র মুক্তির উৎসব। করোনার কারণে গত দুই বছর উৎসব মলিন হয়ে গিয়েছিল। তবে এবার চিত্রটা একটু ভিন্ন। করোনার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় সামনের রোজার ঈদে প্রেক্ষাগৃহে আসছে একাধিক নতুন ছবি। এবার সেই তালিকায় নাম লেখাল মনপুরা খ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত সিনেমা ‘পাপ-পুণ্য’। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।

গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘এটা প্রযোজনা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত, তারা সিনেমাটি ঈদে মুক্তি দিতে চায়। অনেকদিন হয়ে গেল সিনেমাটি নির্মিত হয়েছে। মুক্তি পেয়ে গেলেই ভালো।’

ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ‘পাপ-পুণ্য’ সিনেমাটি চলতি বছরের জানুয়ারিতে সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পায়। এতে অভিনয় করেছেন অভিনয় করেছেন আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, শাহনাজ সুমিসহ অনেকে।

‘পাপ-পুণ্য’ সিনেমার মাধ্যমে মনপুরা এর ১০ বছর পর এক সঙ্গে কাজ করেছেন সেলিম-চঞ্চল। আফসানা মিমিকেও দীর্ঘদিন পর দেখা যাবে বড় পর্দায়।

উল্লেখ্য, ‘পাপ-পুণ্য’ সিনেমার মাধ্যমে শেষ হতে যাচ্ছে সেলিমের লাভ ট্রিলজি। ‘মনপুরা’ এর মাধ্যমে এ ট্রিলজি শুরু হয়। ‘স্বপ্নজাল’ ছিল ট্রিলজির দ্বিতীয় অংশ। তৃতীয় ও শেষ অংশ হয়ে আসতে যাচ্ছে ‘পাপ-পুণ্য’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ