Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চবিতে হল ভাংচুর করলো ছাত্রলীগ

চবি সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২২, ৪:৩৭ পিএম

আধিপত্য বিস্তারের জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল ভাংচুর করেছে শাখা ছাত্রলীগের কর্মীরা। বুধবার দুপুর ১ টায় ছাত্রলীগের বগি ভিত্তিক গ্রুপ বিজয়ের একাংশ আক্রমণ করে সোহরাওয়ার্দী হল।

সূত্রে জানা যায় ছাত্রলীগের বগি ভিত্তিক গ্রুপ বিজয়ের দুইটি কোরাম বিজয় ব্রাদার্স এবং বিজয় মকু এর নেতাকর্মীদের অন্তকোন্দলের কারণেই বিজয় ব্রাদার্সের কর্মীরা সোহরাওয়ার্দী হলে আক্রমণ করে। এসময় আলাওল এবং এফ রহমান হল থেকে ২০-২৫ জন বিজয় ব্রাদার্সের কর্মী সোহরাওয়ার্দী হলের অতিথি কক্ষ এবং প্রভোস্টের কক্ষ সহ প্রশাসনিক কক্ষগুলো ভাংচুর করে।

বিষয়টি নিশ্চিত করে প্রক্টর ড. শহিদুল ইসলাম বলেন, প্রায় ১০ টি অফিসিয়ালরুমের জানালা ভাঙা হয়ছে। তবে কোনো শিক্ষার্থীদের রুমে হামলা হয়নি। সিসি টিভি ফুটেজ দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্হা গ্রহণ করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ