Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একসঙ্গে চার শিশুর জন্ম

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২২, ২:৪৩ পিএম

রংপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন আদুরী বেগম (আশা) নামের এক গৃহবধূ। সন্তানদের মধ্যে তিনজন মেয়ে ও একজন ছেলে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই ৪ সন্তান জন্ম নেয়। চিকিৎসকরা জানিয়েছেন, ৪ সন্তানই সুস্থ আছে। তবে তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
গৃহবধূ আদুরী বেগম (আশা) কুড়িগ্রাম সদরের নাদিরা গ্রামের মনিরুজ্জামান বাঁধনের স্ত্রী।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, ৮ বছর আগে মনিরুজ্জামান বাঁধনের সঙ্গে আদুরী বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের কোন সন্তান হয়নি। অনেক চিকিৎসার পর অবশেষে আদুরী বেগম অন্তঃসত্ত¡া হন। আলট্রাসনোগ্রাম পরীক্ষায় দেখা যায়, তার গর্ভে ৪ সন্তান। পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একে এক এই ৪ সন্তান জন্ম দেন আশা।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (গাইনি বিভাগ) ডা. ফারহানা ইয়াসমিন ইভা সাংবাদিকদের জানিয়েছেন, ওই গৃহবধূ এক সঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। গর্ভধারণের ৩২ সপ্তাহে চার নবজাতকের জন্ম হওয়ায় তিন কন্যাশিশুর ওজন ও গঠন ঠিক থাকলেও ছেলে নবজাতকটির ওজন মাত্র সোয়া কেজি। তবে চার নবজাতকই সুস্থ আছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ