বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালিপুর ঘাটে উপজেলা প্রশাসন ও নৌ পুলিশের যৌথ অভিযান চালিয়ে চারটি বালুবাহী বাল্কহেড আটক করেছে। চারটি বালুবাহী বাল্কহেড কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার অভিযান পরিচালনা করেন মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: হেদায়েত উল্লাহ।
জানা যায়, আটককৃত বাল্কহেড গুলোর রেজিস্ট্রেশন সনদ ও সার্ভিস সনদ যাচাই বাছাই করা হয়। এসময় রেজিস্ট্রেশন সনদ না থাকা, সার্ভে সনদ না থাকা ও সময়সূচি অনুসারে নৌযান চলাচল না করায় অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশ, ১৯৭৬ এর ধারা ৬১ অনুসারে দুটি বাল্কহেড কে ১৫ হাজার টাকা করে, একটিকে ১০ হাজার টাকা ও অপর একটি কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: হেদায়েত উল্লাহ জানান, কেউ অবৈধ ভাবে সরকারি নিয়ম অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হব। জনস্বার্থে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।