Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাত্রলীগ নেতা হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২২, ৯:৫৫ পিএম

সিরাজগঞ্জ জেলায় আজ সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক ‘সংগ্রাম’ হত্যা মামলায় আলম প্রামাণিক (৪৪) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দন্ডিত ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও একবছরের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১২টায় সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আলম প্রামাণিক সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়িয়া পশ্চিমপাড়া গ্রামের আহাদ বক্সের ছেলে।

হত্যাকান্ডের শিকার সংগ্রাম সদর উপজেলার বাগবাটী ইউনিয়নের পিপুলবাড়ীয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে ও সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক ছিলেন।

মামলার নথি সূত্রে জানা যায়, সদর উপজেলার পিপুলবাড়িয়া পশ্চিমপাড়া গ্রামের ছাত্রলীগ নেতা সংগ্রামের সাথে একই গ্রামের আলম প্রামাণিকের বন্ধুত্ব ছিল। ২০১৮ সালের ৫ জুলাই রাতে সংগ্রাম একই গ্রামের বেলালের মুদির দোকানের পাশে রাত ১২টা পর্যন্ত কেরাম খেলা দেখেন। এ সময় আসামি আলম প্রামাণিক মোবাইল ফোনে সংগ্রামকে পাশ্ববর্তী জহুরুল মেম্বারের পাটক্ষেতে ডেকে নিয়ে যায়। একপর্যায়ে আলম প্রামাণিক পূর্ব পরিকল্পনা অনুসারে গরু জবাই করার ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সংগ্রামকে হত্যা করে।

এ ঘটনায় নিহত সংগ্রামের মা হালিমা খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ আলম প্রামানিককে গ্রেফতার করলে সে দোষ স্বীকার করে জবানবন্দী প্রদান করে।

মামলায় ১৩ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহন শেষে আসামির উপস্থিতিতে আজ মঙ্গলবার দন্ডাদেশ প্রদান করে আদালত। রাষ্ট্রপক্ষে পিপি আব্দুর রহমান এবং আসামী পক্ষে এ্যাডভোকেট আব্দুল কাদের জুয়েল মামলাটি পরিচালনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ