Inqilab Logo

বুধবার, ১২ জুন ২০২৪, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৫ যিলহজ ১৪৪৫ হিজরী

টাকা পাচারের অপচেষ্টা রুখে দিল কাস্টমস

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২২, ৯:৫৩ পিএম

অবৈধ পথে পাচারের উদ্দেশে একটি রফতানি চালানে ২১ লাখ ৯৭ হাজার ৪৮৬ টাকা আটক করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউসের কর্মকর্তারা পণ্য চালান আটক করেন এবং শতভাগ কায়িক পরীক্ষা শেষে টাকা পাচারের অপচেষ্টার বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতে পণ্য রফতানি করতে গিয়ে ২১ লাখ ৯৭ হাজার ৪৮৬ টাকা পাচারের চেষ্টা করেছে ঢাকার রফতানিকারক প্রতিষ্ঠান ইনফিনিট সার্ভিস সল্যুশন। চট্টগ্রামে একটি বেসরকারি কনটেইনার ডিপো থেকে চালানটি আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা যায়, ঢাকার গুলশান অ্যাভিনিউর আরএম স্টোরের ইনফিনিটি সার্ভিস সলিউশান নামের একটি প্রতিষ্ঠানের চালানটি (বিল অব এক্সপোর্ট নম্বর সি-৪৮২৩৯৭) সংযুক্ত আরব আমিরাতে রফতানির উদ্দেশ্যে এছাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি বেসরকারি কনটেইনার ডিপোতে আনা হয়েছিল। এ চালানের সিঅ্যান্ডএফ এজেন্ট চট্টগ্রামের আগ্রাবাদের ডায়নামিক ইন্টারন্যাশনাল লিমিটেড। রফতানিকারক প্রতিষ্ঠানটি ২০২০ সালের ১ জুলাই থেকে এ পর্যন্ত ৫টি চালান রপ্তানি করেছে। এছাড়া প্রতিষ্ঠানটি বিল অব এক্সপোর্টের বিপরীতে রফতানিকারক প্রতিষ্ঠান শাহজালাল ইসলামী ব্যাংকের মাধ্যমে এলসি করেছে।

ডেপুটি কমিশনার মো. আহসান উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে পণ্য চালানটি আটক করে শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। রফতানিকারক ৩৮ হাজার ৩১১ পিস পণ্যের বিপরীতে ২১ হাজার ৯৭২ দশমিক ৭৫ ডলার (প্রতি পিসের ঘোষিত মূল্য দশমিক ৫৭ ডলার) বা ১৮ লাখ ৯০ হাজার ৭৫০ টাকা প্রাপ্তি হতো। তবে সঠিক ঘোষণা থাকলে ৪০ লাখ ৮৮ হাজার ২৪১ টাকা প্রাপ্তি হতো। অর্থাৎ প্রতিষ্ঠানটি পণ্য রফতানির আড়ালে ২১ লাখ ৯৭ হাজার ৪৮৬ টাকা পাচারের চেষ্টা করে।

তিনি জানান, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কাস্টমস আইন-১৯৬৯ এবং প্রচলিত অন্যান্য আইন অনুযায়ী কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে।

সূত্র: বাসস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ