Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলাপাড়ায় ৮ম শ্রেনীর শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ, গ্রেফতার-৩

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২২, ৯:১০ পিএম

কলাপাড়ায় অষ্টম শ্রেনীতে পড়ুয়া এক শিক্ষার্থীকে গন ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মাসুম (২৩), গোপাল চন্দ্র মিস্ত্রী (২২) ও শাকিল (২৫)। এ ঘটনায় মঙ্গলবার সকালে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। দুপুরে কলাপাড়া পৌর শহরের বিভিন্ন এলাকা তাদের গ্রেফতার করে পুলিশ। পরে দুপুরেই তাদের আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়। তাদের সবার বাড়ি কলাপাড়া পৌর শহরের বিভিন্ন এলাকায়।


মামলা সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থী খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী। গত ২৩ ফেব্রুয়ারী সকালে মাদ্রাসা সড়ক এলাকার বাসিন্দা ওই শিক্ষার্থী কলাপাড়া হাসপাতালে করোনার টিকা নিতে আসেন। এসময় পরিচয় হয় মাসুমের সঙ্গে। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ৮ মার্চ বিকালে মাসুম ওই শিক্ষার্থীকে বাসা থেকে কৌশলে বের করে টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে নিয়ে যায়। পরে ওই এলাকায় ঘোরাফেরা করে রাত সাড়ে নয়টার দিকে ওই গ্রামের একটি তালগাছের নিচে ওই শিক্ষার্থীকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে মাসুম ও শাকিল। ওই শিক্ষার্থী কিছুটা অসুস্থ বোধ করলে তারা তাকে কলাপাড়া হাসপাতালের ২০৬ নম্বর কক্ষে ভর্তি করেন। গভীর রাতে ওই শিক্ষার্থীকে ফের মাসুম ধর্ষণ করে হাসপাতালে রেখে চলে যায়। পরে ৯ মার্চ ওই শিক্ষার্থীর পরিবার অনেক খোঁজাখুঁজি করে তাকে কলাপাড়া হাসপাতালের সম্মুখে পান। বিষয়টি কাউকে না বলার জন্য মাসুম ভয়ভীতি দেখানোর ফলে ওই শিক্ষার্থী তার পরিবারকে কিছুই জানায়নি। ফের ১১ মার্চ দুপুরে ওই শিক্ষার্থী বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে বিবাহের প্রলোভন দেখিয়ে মাসুম, শাকিল ও গোপাল তাকে পাখিমারা এলাকায় নিয়ে যায়। পরে মাসুম ওই শিক্ষার্থীকে ওই এলাকার বিভিন্ন স্থানে রেখে বিভিন্ন প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। ওই শিক্ষার্থীর পরিবার অনেক খোঁজাখুঁজি পরও তাকে না পেয়ে গতকাল কলাপাড়া থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ রাতেই পৌর শহরের রহমতপুর এলাকা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করেন।

কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, ওই শিক্ষার্থীকে মেডিকেল রিপোর্টের জন্য পটুয়াখালী হাসপাতালে প্রেরন করা হয়েছে। আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।



 

Show all comments
  • ash ২৩ মার্চ, ২০২২, ৩:৩৯ এএম says : 0
    ETA KI VABE DHORTION HOLO ???
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ