Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাবিব মোস্তফা’র কথা ও সুরে এফ এ সুমনের তিন গান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২২, ১২:০৬ এএম

প্রকাশিত হচ্ছে শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী এফ এ সুমনের নতুন তিনি গান। হাবিব মোস্তফা’র কথা ও সুরে তৈরি হয়েছে গান তিনটিন। ‘মনবাসরে আছো সখি’, ও ‘শ্যামের বাঁশি’ শিরোনামের গানদুটি মডার্ন ফোক ধাঁচের, ‘নবি কামলিয়ালা’ শিরোনামের অপর গানটি ইসলামিক ঘরানার। গানগুলোর সঙ্গীতায়োজন করেছেন জাহিদ বাশার পঙ্কজ ও এফ এ সুমন। এফ এ সুমন বলেন, শ্রোতাদের ভালবাসাকে প্রাধান্য দিয়েই আমি সব সময় গান করি। দেশ ও দেশের বাইরে অগণিত শ্রোতা সমান আগ্রহ নিয়ে আমার গান শুনে, ফলে বিষয়টি নিয়ে আমাকে সচেতন থাকতে হয়। হাবিব মোস্তফা এ সময়ের তরুণ ও মেধাবী একজন গীতিকার ও সুরকার। আমার জন্য তৈরী করা, তার লেখা ও সুর করা গানগুলো দেখার পর মনে হয়েছে, আমার শ্রোতারা যে ধরণের কাজ পছন্দ করেন, এই গানগুলো তার প্রতিনিধিত্ব করবে। হাবিব মোস্তফা বলেন, এফ এ সুমন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী এবং তিনি নিজে একজন গুণী কম্পোজারও। তার সাথে কাজ করার সুযোগটা আমার ক্যারিয়ারে একটা মাইলফলক হিসেবে দেখি। সুমন ভাইয়ের নিজস্ব চিন্তা ও দীর্ঘদিনের অভিজ্ঞতাকে মাথায় রেখে গান তিনটি তৈরী করেছি। জি সিরিজ ও এফ এ সুমন এর ব্যক্তিগত ইউটিউব চ্যানেল থেকে ভিডিও আকারে গানগুলো শীঘ্রই প্রকাশিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ