Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজামৌলি ভাল কাহিনী শুধু এনটিআরের জন্য বেছে রাখেন?

| প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২২, ১২:০৬ এএম

ভারতের সবচেয়ে সফল পরিচালকদের একজন এসএস রাজামৌলি। তার সঙ্গে ‘থ্রি আর’ ফিল্মের তারকা জুনিয়র এনটিআরের (এনটি রামারাও জুনিয়র) ভ্রাতৃবন্ধনের কথা সবাই জানে। অন্য অভিনেতাদের তাতে বিশ্বাস রাজামৌলি জুনিয়র এনটিআরের জন্য তার ভাল কাহিনীগুলো বাছাই করে রেখে দেন। তবে তার সর্বশেষ ফিল্ম ‘রাধে শ্যাম’-এ কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেছেন প্রভাস। অতীতে এক সাক্ষাতকারে প্রভাস বলেন, তিনি অপেক্ষায় আছেন কবে রাজামৌলির ফিল্মে অভিনয় করবেন, সেই সময় তিনি বলেন নির্মাতা সবসময় জুনিয়র এনটিআরের জন্য তার ভাল ফিল্ম বরাদ্দ রাখেন। প্রভাস বলেন, ইয়ামাডঙ্গা’র শুটের সময় রাজামৌলির সঙ্গে দেখা হয়। তিনি সবসময় তার এনটিআর জুনিয়রের সঙ্গে আসন্ন ফিল্মের কথা আলোচনা করেন। সেই সময় আমি ভাবছিলাম তার ফিল্মে আমি কবে সুযোগ পাব। রাজামৌলি অনেকবার বলেছেন তিনি অন্যান্য অভিনেতাদের চেয়ে জুনিয়র এনটিআরকে বেশি পছন্দ করেন। তেলুগু ফিল্ম ‘স্টুডেন্ট নাম্বার ওয়ান’ (২০০১) দিয়ে দুজনেরই অভিষেক হয়েছিল। রাজামৌলির পরিচালনায় ‘থ্রি আর’ নির্মিত হচ্ছে ভারতের স্বাধীনতা যোদ্ধা কোমরারাম ভীমের জীবন অবলম্বনে: অভিনয় করছেন জুনিয়র এনটিআর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ