Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হলিউডে বার বার নারীবিদ্বেষের শিকার হয়েছেন ক্যামেরন ডিয়াজ

| প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২২, ১২:০৬ এএম

‘দ্য মাস্ক’, ‘মাই বেস্ট ফ্রেন্ডস ওয়েডিং’ এবং ‘দেয়ার’জ সামথিং অ্যাবাউট মেরি’র মত সফল ফিল্মের অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ জানিয়েছেন, বারবার নারীবিদ্বেষের মোকাবেলা করে তাকে হলিউডে টিকে থাকতে হয়েছে। তিনি জানান, ১৯৯০ এবং ২০০০-এর দশকে হলিউডে নারীবিদ্বেষ ছিল এক স্বাভাবিক প্রতিবন্ধকতা। ‘আমার যতটা ক্ষমতা ছিল তা আমি করতে পারিনি সবাই আমাকে নারী বলে বৈষম্য করত বলে। তবে মিটুর পর অবস্থা বদলে গেছে,’ ডিয়াজ এক পডকাস্টে বলেন। ১৯৯০ দশকে অনেক অলিখিত শর্ত ছিল, সেই সময় নারী বিদ্বেষ ছিল স্পষ্ট। পুরুষরা ক্ষমতার অপব্যবহার করত, পুরো ইন্ডাস্ট্রিতে অবস্থাটি স্পষ্ট ছিল। এমন পরিস্থিতি ছিল স্বাভাবিক, এটি মোকাবেলা করেই কাজ করতে হত। চার্লি’স এঞ্জেলস’ তারকা মতে, ইচ্ছা মত কাজ পাওয়া ছিল কঠিন বৈষম্য ছিল স্পষ্ট। সবার মন রেখে এবং বৈষম্যের শিকার না হয়ে অংশগ্রহণ নিশ্চিত করতে হত। সরাটা দিন কী ঘটবে তা জেনে কাজ করতে হত, প্রতিটি স্তর জেনে রাখতে হত, ডিয়াজ স্মৃতিচারণ করতে গিয়ে বলেন। ডিয়াজ (৪৯) ২০১৪তে অবসর গ্রহণ করেন, তার ‘অ্যানি’ ফিল্মটি মুক্তি পাবার পর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ