Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের সচেতন হতে হবে : দর্পনের আলোচনা সভায় বক্তারা

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২২, ৮:৩৫ পিএম

মাদকের নেশা মানুষকে নৈতিক অবক্ষয়ের পথে নিয়ে যায়।

মাদকের বিস্তার ও এর অপব্যবহার বন্ধে পরিবার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও মসজিদের ইমাম সাহেবগণ খুতবায় বা ধর্মীয় আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। মাদক প্রতিরোধে গণসচেতনতা তৈরির জন্য বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনকেও সোচ্চার হতে হবে।সর্বোপরি সমাজ থেকে মাদক দূর করার জন্য শিক্ষার্থীদের সচেতন হতে হবে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় কুমিল্লা নগরীর হাউজিংএস্টেটে কুমিল্লা মিশন প্রি-ক্যাডেট স্কুলে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর-কুমিল্লার দিক নির্দেশনায় ও মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র দর্পন এ আলোচনা সভার আয়োজন করে।
অবসরপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন, দর্পন মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের পরিচালক গোলাম মহিউদ্দিন জীবন, নাইমুর রহমান মাহমুদ তুহিন ও মিশন প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দর্পনের কাউন্সিলর গোলাম-এ-আলী রিয়াদ।

মাদকবিরোধী এ আলোচনা সভায় শিক্ষার্থীরা মাদকমুক্ত থাকার শপথ গ্রহণ করেন এবং মাদককে না বলার জন্য অন্যদেরকেও উদ্বুদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ