Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাক চাপায় মারা গেল শিশু

গফরগাঁও উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২২, ৭:০৯ পিএম

শিশুর বয়স সবে ৫ বছর। বড় হওয়ার আগেই বেপরোয়া গতির ট্রাক চাপায় থেমে গেল ছোট্ট শিশু অন্তরের জীবন। শিশু অন্তর তার বাবা-মায়ের সাথে সড়কের পাশে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলো। আর সেখানেই ড্রাম ট্রাক চাপায় প্রাণ হারায় শিশু অন্তর। স্থানীয়রা জানান, ট্রাক চাপায় ক্ষতবিক্ষত হয়ে যায় শিশু অন্তরের দেহ। ফলে মুহুর্তেই ছোট্ট শিশু অন্তরের মৃত্যু ঘটে। মর্মান্তিক এ ঘটনার পর শিশুটির মা ছেলেকে কোলে তুলে অসহায় ভঙ্গিতে বসেছিলেন। এ সময় মায়ের কান্নায় আশপাশের পরিবেশ ভারী হয়ে উঠে। সোমবার (২১ মার্চ) রাতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের উপর নির্মীত খুরশিদ মহল সেতুর পাশে সড়কে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করার সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত অন্তরের বাবা নাঈম স্ত্রী-সন্তান নিয়ে একটি সিএনজিতে করে কর্মক্ষেত্রে ফিরছিলেন। সন্ধ্যা পৌনে ৬ টার দিকে তাদের সিএনজিটি গফরগাঁওয়ের খুরশিদ মহল সেতুর অপর প্রান্তে এসেই বিকল হয়ে যায়। পরে নাঈম স্ত্রী-সন্তান নিয়ে সিএনজি থেকে নেমে সড়কের পাশে অন্য একটি গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ড্রাম ট্রাক শিশু অন্তরকে চাপা দিলে মূহুর্তেই প্রাণ হারায় সে। পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন, খুবই হৃদয়বিদারক ঘটনা। ঘাতক ট্রাকটিকে আটক করেছি। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ