Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিলুপ্তপ্রায় সামুদ্রিক দুটি মৃত কচ্ছপ কুয়াকাটার সৈকতে

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২২, ৬:৫২ পিএম

কুয়াকাটার সৈকতে এবার পাওয়া গেলো বিলুপ্তপ্রায় সামুদ্রিক দুটি মৃত কচ্ছপ। একটির ওজন প্রায় ২৫ কেজি, অন্যটির ওজন ২০ কেজি। মঙ্গলবার বেলা ১১টার দিকে তেত্রিশকানি এলাকায় এ দু’টিকে দেখতে পায় স্থানীয়রা। পরে ডলফিন রক্ষা কমিটি ও ইকোফিস-২ ব্লুগার্ড সদস্যরা কচ্ছপ দুটিকে উদ্ধার করে কিছু অংশ শ্যাম্পল রেখে মাটিচাপা দেওয়া হয়েছে। তবে কচ্ছপ দুটির মাথায় এবং পেছনের অংশে আঘাতের চিহ্ন রয়েছে। জেলেদের জালের আঘাতে কচ্ছপ দুটি মৃত্যু হতে পারে স্থানীয়রা ধারনা করেছেন।

ইউএস এইড, ইকোফিস ২ ওয়ার্ড ফিস বাংলাদেশ পটুয়াখালী জেলা সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, সামুদ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষায় কচ্ছপ অত্যন্ত গুরুত্বপূর্ণ জলজ প্রাণী বিবেচনা করা হয়। মৃত কচ্ছপ দু’টির নমুনা সংগ্রহ করা হয়েছে।

পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম সাংবাদিকদের জানান, কি কারণে কচ্ছপ দুটি মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত বলা যাচ্ছেনা। ঘটনাস্থলে মহিপুর বনবিভাগের কর্মকর্তাকে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ