বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মহিপুর থানা সদর ও আলীপুরে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ বিভাগ। মঙ্গলবার দুপুরের দিকে শেখ রাসেল সেতুর নিচে এবং দুপাশে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপদ অধিদপ্তর খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায়। এসময় কোন প্রকার নোটিশ ছাড়াই মহিপুর প্রেসক্লাবের টিনের ঘরটি গুড়িয়ে দেয়ার অভিযোগ করেছেন প্রেসক্লাব সদস্যরা। এছাড়া এসময় ফুটপাতে বসা দুই তরমুজ ব্যবসায়ীর ৫ শতাধিক তরমুজ বুল্ডোজার দিয়ে মাটির সাথে ফিসে দেয়ার অভিযোগ উঠেছে।
উচ্ছেদ অভিযান পরিচালনাকারী সড়ক ও জনপদ অধিদপ্তর খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা অনিন্দিতা রায় জানান, সড়ক ও জনপদ বিভাগের জায়গায় গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।