Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সৈয়দপুরে শর্টসার্কিটের আগুনে দোকান ভস্মীভূত, ৩ লক্ষাধিক টাকার ক্ষতি

প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুর কয়াগোলাহাটে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে কয়েকটি দোকান ভস্মীভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ৩ লক্ষাধিক বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। গতকাল শনিবার গভীর রাতে ডাঙ্গাপাড়ায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আড়াইটায় এনামুল হকের দোকান মেসার্স খায়রুল গালামাল স্টোরে বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত ঘটে। রাতে ওই এলাকায় দায়িত্বরত সৈয়দপুর থানার টহল দল আগুন টের পেয়ে এলাকাবাসীকে ডেকে তোলে এবং বিদ্যুৎ বিভাগ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।
তারা আরও জানান, ফায়ার সার্ভিস দল প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে মাজেদুল সাইকেল সার্ভিসিং সেন্টার, ওবাইদুল স্যান্ডেল স্টোর ও হাসানুর সিংয়ের কাঁচামাল দোকান ক্ষতিগ্রস্ত হয় এবং মেসার্স খায়রুল গালামাল স্টোর সম্পূর্ণ ভস্মীভূত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আমিরুল ইসলাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ