Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় ৩ গরুচোর আটক

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২২, ১২:০২ এএম

খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে চুরি যাওয়া গরু উদ্ধার ও একটি মাহিন্দ্রাসহ তিন চোরকে আটক করা হয়েছে। গত রবিবার গভীর রাতে উপজেলার জিলেরডাঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, খুলনা মহানগরীর দৌলতপুরের তিন চোর মাহিন্দ্রা যোগে গরু চুরি করে পালিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হল- দৌলতপুর থানাধীন পাবলা গ্রামের মো. ইমন বিশ্বাস, একই এলাকার মো. শামিম খন্দকার ও দেয়ানা এলাকার আলামিন। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া একটি গরু ও ব্যবহৃত মাহিন্দ্রা আটক করা হয়।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবাইদুর রহমান জানান, নিয়মিত মামলা দায়ের হয়েছে। আসামিদের গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ