Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২২, ১২:০৩ এএম

সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে অভিযান চালিয়ে মাহফুজুর রহমান ও হেলাল উদ্দিন নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি চোরাইকৃত মোটরসাইকেল জব্দ করা হয়।

গতকাল সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতরা হলো, লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ এলাকার জায়ুডগি এলাকার আবুল খায়েরের ছেলে মাহফুজুর রহমান ও একই এলাকার মকবুল আহমেদের ছেলে হেলাল উদ্দিন। তারা দুইজন আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত ৩ মার্চ রাতে আন্ডারচর ইউপির পশ্চিম মাইচরা গ্রামের বেঁড়িবাধের ওপরের দোকানের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক মোবারক উল্যাহ থানায় এসে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে মোটরসাইকেল উদ্ধার ও চোরদের ধরতে অভিযান নামে পুলিশ। এর ধারাবাহিকতায় গত রোবাবর গভীর রাতে আন্ডারচর ইউপির বানিয়া সমাজ এলাকায় এসআই মুহি উদ্দিনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় একটি পাওয়ারটিলার গাড়িতে থাকা খড়ের নিচ থেকে চোরইকৃত ওই মোটরসাইকেলটি জব্দ ও চোরচক্রের দুই সদস্য মাহফুজ এবং হেলালকে গ্রেফতার করা হয়।

সুধারাম মডেল থানার উপ-পরিদর্শক মুহি উদ্দিন মাসুম জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের ওইচক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ